তেরখাদা প্রতিনিধিঃ ২৭ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে তেরখাদায় জাতীয় পরিসংখ্যান দিবস- ২০২৩ উদযাপিত হয়েছে। বিভিন্ন দপ্তরের অফিসার,জন প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সমন্বয়ে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র ্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিসংখ্যান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান। সভায় স্বাগত বক্তৃতা করেন, উপজেলা পরিসংখ্যান অফিসার ইকবাল হোসেন। একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন এবং
উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা
অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা ইউ আর সি ইন্সটেক্টর কেরামত আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, তথ্য আপা তাসলিমা খাতুন, এসিস্ট্যান্ট প্রোগ্রামার লিডাম পাল বালা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ খায়রুল ইসলাম। সভায় এছাড়াও অন্যান্য দপ্তরের অফিসার ও জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।