স্টাফ রিপোর্টারঃ নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।আজ সকালে বিএনপির কার্যালয়কে লক্ষ্য করে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিএনপির কর্মসূচী ঘিরে আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দলের নেতারা অভিযোগ করেছেন। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে
এ ঘটনা ঘটে। বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, সকাল সাড়ে সাতটায় আলাইপুর কার্যালয়ের সামনে একদল যুবক পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এসময় কার্যালয়ে বিএনপির কোন নেতাকর্মী ছিলেন না৷ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, আওয়ামীলীগের ও বিএনপির দুই দলের কর্মসূচি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।