সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের নিয়ে ২৭৩ তম স্কাউটস ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক ভবনে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এ কোর্সে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন।ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি নুরের জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক তাহির আলী তালুকদার, উপজেলা স্কাউটস কমিশনার আতাউর রহমান, কাব লিডার মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক
আফরোজ আলী। বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পরিচালনায় স্কাউটিং বিষয়ক দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে প্রশিক্ষক ছিলেন উড ব্যাজার ফেরদৌস আহমদ, এএলটি সেলিনা বেগম, উড ব্যাজার পংকজ দত্ত, কোর্স লিডার আব্দুল মালিক। প্রশিক্ষণ শেষে ওরিয়েন্টেশন কোর্সে অংশ গ্রহণকারী শিক্ষকদের হাতে সনদ তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাছুম মিয়া।##