চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজমুল,সম্পাদক একরামুল

 এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদী এ কমিটিতে আওয়ামী লীগের প্যানেল থেকে নাজমুল আজম সভাপতি ও একরামুল হক পিন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা

আইনজীবী সমিতির কর্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল। তাহির জামিল বলেন,জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য থেকে নাজমুল আজম ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে

দুই প্যানেল থেকে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে একরামুল হক পিন্টু ১০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন। সভাপতি ও সাধারণ সম্পাদক একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, আজম-একরামুল প্যানেল থেকে সভাপতি-সাধারণ সম্পাদক পদসহ ৯ জন জয়ী হয়েছেন। এছাড়াও কাজল

তোহরুল প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে দুইজনসহ মোট ৪ জন জয়ী হন। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ২০৪ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ১৮৭ জন। ১৩ পদের বিপরীতে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top