সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে জালালাবাদ গ্যাসের পরিত্যাক্ত লাইনের পাইপ কেটে নিয়ে গেছে চোরেরা।পৌর শহরের ফকিরটিলা ও বেদেপল্লীর মাঝামাঝি এলাকা থেকে প্রায় ৬ ইঞ্চি ব্যাসের অন্তত ২শ’ ফুট গ্যাস পাইপ চোরেরা চুরি নিয়ে যায়। এ নিয়ে বেদে সম্প্রদায় ও ফকিরটিলা এলাকার একটি পক্ষ একে অপরকে দায়ি করছে। মঙ্গলবার রাতে ছাতক থানার এসআই আবুল ফাত্তাহ অভিযান চালিয়ে ফকির টিলা এলাকা থেকে ৪ খন্ড প্রায় ৫০ ফুট পাইপ উদ্ধার করেন। বুধবার দুপুরে প্রায় ২০ ফুট
দৈর্ঘের অপর এক খন্ড পাইপ ফকিরটিলা এলাকা সংলগ্ন খালে পাওয়া গেলে বেদে সম্প্রদায়ের লোকজন বিষয়টি থানায় অবহিত করে। পরে খালে উদ্ধার হওয়া গ্যাস পাইপ জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ নিজ হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় বেদে পল্লীর বাসিন্দা বুহরান উদ্দিন জালালীর স্ত্রী খালেদা আক্তার জালালী ফকিরটিলা এলাকার ফারুক মিয়া, আঙ্গুর মিয়া ও আরজ মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করে। বেদে সম্প্রদায়ের অভিযোগ, প্রতিপক্ষরা ভাঙ্গারী ব্যবসার সাথে জড়িত।
তারা পাইপ চুরি করে নিরীহ বেদে সম্প্রদায়ের লোকজনের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। অভিযোগে বলা হয়, বেদে সম্প্রদায়ের নিজস্ব জমির উপর দিয়ে আইনপুর সিমেন্ট কারখানার একটি সঞ্চালন লাইন নেয়া হয়। উপরের মাটি সরে যাওয়ায় পরিত্যাক্ত লাইনের পাইপটি বেরিয়ে আসে। সম্প্রতি বেদে সম্প্রদায়ের লোকজন ওই জমি থেকে মাটি কাটলে গ্যাসের পরিত্যাক্ত পাইপটি দৃশ্যমান হয়। এখান থেকে প্রায় ২শ’ ফুট পাইপ কেটে নিয়ে যায় কে বা কারা। প্রতিপক্ষরা গ্যাস পাইপ চুরির দায় বেদে
সম্প্রদায়ের উপর চাপিয়ে দিয়ে বিষয়টি নিস্পত্তি করার জন্য অর্থ দাবী করে। অবৈধ অর্থ না দেয়ায় প্রতিপক্ষরা ক্ষীপ্ত হয়ে বেদে সম্প্রদায়ের লোকজনদের উপর চড়াও হয়। তারা গালাগাল ও ভয়ভীতি প্রদর্শন করে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে বলা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার এসআই আবুল ফাত্তাহ জানান, চুরি হওয়া পাইপের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।