বগুড়া শেরপুরে পাঁচ জন ছাগল চোর আটক-তিনটি ছাগল উদ্ধার সহ সিএনজি জব্দ

রিপোর্টারঃ  মাসুদ রানা বগুড়  :::: বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে পাঁচ জন চোর আটক ও তিনটি ছাগল উদ্ধার সহ ছাগল বহনকারী সিএনজি জব্দ করা হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি জয়নাল আবেদীন সরকার জানায়,আজ ১৭/২/২০২৩ তারিখ শুক্রবার বেলা ১২ঃ৩০ ঘটিকার সময় ঢাকা বগুড়া মহাসড়কে গাড়িদহ এলাকায় ডেইরী ফার্মের সামনে থেকে পাঁচটি ছাগল

চোর ও তিনটি ছাগল উদ্ধার সহ চোর ও ছাগল বহনকারী সিএনজি জব্দ করা হয়েছে এবং শেরপুর থানায় তাদেরকে প্রেরণ করা হবে এবং তাদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করা হবে। আটক কৃত ব্যক্তিরা হলে,১/ হাইউল ইসলাম (২৯) ২/মজিবর শেখ (২০) ৩/সাগর (২০) ৪/ মিরাজ শেখ (৩৯) ৫/আলমগীর শেখ (৩০)তারা সকলেই সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর কলোনী এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top