রিপোর্টারঃ মনজুরুল ইসলাম নাটোর:::: নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৭০) নামের একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর এলাকার পাবনা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আদম মুন্সির মেয়ে। স্বজনরা জানায়, সকাল ছয়টার দিকে পাশের বাড়ির একজন ওই বৃদ্ধার ঘরে আগুন জ্বলতে দেখে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে।পরে দয়ারামপুর ফায়ারসার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে ঘরে থাকা বৃদ্ধা পুড়ে মারা যায়।
ফিরোজার ছোট ভাই বাচ্চু জানান, ছোট বেলায় ফিরোজার বিয়ে হয়েছিল মান্নানের সাথে আজ থেকে প্রায় ২৫ বছর পূর্বেই মারা যায় তার স্বামী মান্নান,তার পর থেকে সে বাবার বাড়ি এলাকায় একাই একটি ঘরের মেঝেতে খড়কুটো বিছিয়ে থাকেন। ওই ঘরেই রান্না-বান্না এমনকি রান্নার লাকড়ি গুলোও রাখতেন। মশার কামড় থেকে রক্ষা পেতে হাঁড়ির খোলাতে আগুন দিতেন ও শীত নিবারনের জন্য তাপ পোহাতেন । সম্ভবত সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে তাঁদের ধারণা। দয়ারামপুর ফায়ারসার্ভিসের টিম লিডার নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা সেখানে ছুটে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে
আসেন। পরে ঘরে পড়ে থাকা বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছেন। তাঁরা প্রাথমিকভাবে ধারণা করেছেন ঘরে ভিতর হাঁড়ির খোঁলায় থাকা আগুন থেকেই ওই আগুনের সূত্রপাত। তার আরেক ছোট ভাই সুরত আলী জানান,বড় বোন ফিরোজার মৃত্যুর পর তার অর্জিত টাকা দিয়েই যেন দাফন করার জন্য আমার নিকট ৩৫শত টাকা জমা রাখেন,সেই টাকা দিয়েই তার বড় বোনের দাফনের কার্যক্রম চলছে।