মিরসরাইয়ে তামিমার এসএসসির পর এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস

  চট্রগ্রাম  ,মিরসরাই::: মিরসরাইয়ের তামিমা কাওছাইন এসএসসির পর ২০২২ সালের এইচএসসি পরীক্ষায়ও গোল্ডেন এ প্লাস পেয়েছে। তামিমা মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, মাসিক মীরসরাই ও সাপ্তাহিক বন্দর নগরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব সেলিম উদ্দিনের বড় মেয়ে। তামিমা কাওছাইন বলেন, ‘আমার এই অর্জন আমার মা-বাবার দোয়ার কারণে হয়েছে। আমার জন্য

দোয়া করবেন সবাই। আমি যেনো আমার মা-বাবার স্বপ্ন পূরন করতে পারি।’ তামিমার পিতা আলহাজ্ব সেলিম উদ্দিন বলেন, ‘আমার মেয়ের এমন সাফল্যে আমি খুবেই আনন্দিত। আদমজী ক্যান্টনমেন্ট

কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে আমার বড় কন্যা তামিমা কাওছাইন। আমি আমার মেয়ের জন্য সকলের কাছে দোয়া চাই। এবং তার আগামী দিনের সাফল্য কামনা করছি।’ প্রসঙ্গত, তামিমা কাওছাইন ২০২০ সালে অনুষ্ঠিত এস.এস. সি পরিক্ষায় ও গোল্ডেন এ প্লাস পেয়েছে। এছাড়াও গত ২৫ সেপ্টেম্বর নিজ প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকেও তামিমা প্রিন্সিপ্যাল অ্যাওয়ার্ড পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top