মাওলানা কুদরত উল্লাহ শরীফ’র বিদায়ী সংবর্ধনা সভা

প্রতিবেদক: জালাল উদ্দিনঃ ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সহ-সভাপতি মাওলানা কুদরত উল্লাহ শরীফ, যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা সভা আয়োজন করেন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল।এ সময় সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ এর সঞ্চালনা ও সংগঠন সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং, বিকাল ৫ ঘটিকায় শ্রীমঙ্গলের অধ্যয়ন প্রকাশন’র অফিস কক্ষে বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত

হয়।উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেন শ্রীমঙ্গল এর উপদেষ্টা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এ এস এম ইয়াহইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠন উপদেষ্টা ও শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ জনাব মীর এম এ সালাম, উপদেষ্টা ও দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের প্রিন্সিপাল মাওলানা আহমদ সোহাইল, উপদেষ্টা জনাব আজিজুর রহমান ফটিক।
আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জনসংগ্রাম পত্রিকা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোহাম্মদ জালাল উদ্দিন ও অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আব্দুর রব, গুলশান আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ রবিউল আউয়াল প্রমুখ।

উক্ত সংবর্ধনা সভায় বক্তাগন বলেন, করোনাকালে, করোনা মৃত ব্যক্তির লাশ কাফর দাফন সহ মানুষের দুঃসময়ে পাশে থাকা সংগঠন ❝ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল❞ এর বিগত দিনের কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসার পাশাপাশি বিদায়ী সহ-সভাপতি মাওলানা কুদরত উল্লাহ শরীফ এর সংগঠনের প্রতি আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং সংগঠনের অন্যতম উপদেষ্টা ও খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী সাহেবের অসুস্থতার কথা উল্লেখ করতঃ উনার আশু আরোগ্য কামনা করেন।
পরিশেষে অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথি ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সহ-সভাপতি ও লিবাস কর্নারের সত্ত্বাধিকারী মাওলানা কুদরত উল্লাহ শরীফ এর হাতে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top