নড়াইলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পিঠা উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত

খন্দকার ছদরুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর আয়োজনে এ পিঠা উৎসব ও সাংবাদিকদের মিলন মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়।
(৪ ফেব্রুয়ারি) শনিবার বিকাল ৪ ঘটিকার সময় নড়াইল জেলার মির্জাপুর গ্রামে ইসলামি ব্যাংকের দ্বিতীয় তলায় এ পিঠা উৎসবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিকদের নিয়ে পিঠা উৎসব ও মিলন মেলায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পৌর মেয়র আঞ্জুমান আরা, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাংবাদিকদের প্রতি আমি খুব শ্রদ্ধাশীল সাংবাদিকরা দেশের মানুষের মুখপাত্র তারা সবসময় সমাজের অবহেলিত, অধিকার বঞ্চিত, দুর্নীতিবাজ, ভুমিদস্যুসহ সকল নিয়ম অনিয়ম তুলেধরে সরকার ও প্রশাসনের নজরে নিয়ে আসেন, তিনি আরো বলেন আপনারা এমন কিছু তুলে ধরবেন না যা মানুষের ক্ষতি করে সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন আপনাদের কলমের লিখনি অনেক মূল্যবান, কলম ধরতে গিয়ে পক্ষে বিপক্ষে না গিয়ে সঠিক তথ্য তুলে ধরার পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক সোসাইটি মহাসচিব মোঃ সুমন সরদার,

বিএমএফ টেলিভিশন প্রতিনিধি মোঃ মামুন হাচান, এস,টি বাংলা টিভির প্রতিনিধি চৌধুরী জুয়েল রানা,বিছালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল মল্লিক,লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমান, লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নয়ন শেখ,প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার ছদরুজ্জামান,রফিকুল ইসলাম, সুমি খানম, এছাড়াও নারীকন্ঠ পত্রিকার শুভ উদ্বোধন করা হয়েছে এবং নড়াইল জেলাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top