মিরসরাইয়ে মারুফ স্কুলের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ( মারুফ স্কুলের) ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) থেকে শুরু হয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় তিনদিনব্যাপী এই ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনে মধ্যদিয়ে শেষ হয়। ১ম দিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। এ’সময় মিরসরাই ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান ডা: মাঈনুল হোসেন সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ওইদিন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিন ও সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। ২য় দিন স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক

প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩য় দিন গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় ও মিরসরাই পৌরসভার মেয়র মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফৌরদোস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৭৮ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অত্র উপজেলায় একমাত্র আমাদের প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে তিনদিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকতা বজায় রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top