আফিলগেট পুলিশ চেকপোষ্টে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

খানজাহান আলী থানা প্রতিনিধি: নগরীর খানজানাহ আলী থানাধিন আফিলগেট পুলিশ চেকপোষ্টে নিয়মিত মাদক বিরোধি তল্লাশী অভিযান চলাকালে ত্রিশ বোতল ফেন্সিডিলসহ ডালিয়া আক্তার(৩২)কে পুলিশ আটক করে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে(মামলা নং -১৯। পুলিশ জানায়, মাদক বিরোধি নিয়মিত তল্লাশী অভিযানের অংশহিসাবে

খানজাহান আলী থানাধিন খুলনা যশোর মহাসড়কের আফিলগেট পুলিশ চেকপোষ্টে তল্লাশী অভিযান চলাকালে ৩০ জানুয়ারী বিকাল ৫টায় এস আই মো. খায়রুল ইসলাম, এ এস আই মনির হোসেন, এ এস আই সানাউল্লাহ নূরীসহ সঙ্গিয় ফোর্স দায়িত্ব পালন কালে ডালিয়া আক্তার(৩২)নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করে। আটককৃত ডালিয়া আক্তার বাগেরহাটের সরুই এলাকার মৃত আবুল কালাম শেখের কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top