কর্তব্যরত অবস্থায় সাংবাদিকের কাজে বাধা, ক্যামেরা,মোবাইল ছিনতাই,থানায় অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে কর্তব্যরত সাংবাদিকদের কাজে বাধা ও ভিডিও ক্যামেরা ও মোবাইল ফোন ছিনতাই ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে শেরপুরের বিশিষ্ট ভেজাল ডিওআরবি ব্যবসায়ী শামিম ড্রাইভার অরফে কাইলা শামীম এর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি ২০২৩ ইং তারিখ সোমবার অনুমানিক দুপর ১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে খানপুর ইউপির ভাটরা এলাকায় শামিম ড্রাইভারের ডিওআরবির গুদামে বালি মাটি ও পোড়া মাটির মত দেখতে পাতলা আবরণ গৌ-খাদ্যের সাথে মিশ্রণ করিতেছে এই সংবাদের

ভিত্তিতে সংবাদকর্মী,রায়হান পারভেজ,রুহুল আমিন,মাসুদ রেজা মিলটন,মেহদি হাসান মজনু,মাসুদ রানা,তথ্য নিতে কাইলা শামিম অরফে শামিম ড্রাইভারের ভেজাল ডিওআরবির গুদামে যায়,এবং গুদামে কাজে থাকা কর্মরত শ্রমিকদের অনুমতি নিয়ে গুদামের ভিতরে প্রবেশ করে এবং ভিতরে গিয়ে দেখতে পায় যে ডিওআরবির সাথে বালি মাটি ও পোড়া মাটির মত দেখতে পাতলা আবরণ মিশ্রণ করিতেছে,এর প্রেক্ষিতে সাংবাদকর্মীর হাতে থাকা মোবাইল ফোন ও ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করা শুরু করলে ভেজাল

ডিওআরবি ব্যবসায়ী শামিম ড্রাইভার ও তার ম্যানেজার নুরু মিয়া সহ সাথে থাকা অজ্ঞাত ৭/৮ জন মিলে সাংবাদকর্মীদের অখ্যাত ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে এবং প্রাণ নাশের হুমকি দেয় এবং বলে যে তোদের যেখানে পাবো সেখানেই মেরে ফেলবো,সেই সাথে মোবাইল ফোন ও দুটি ভিডিও ক্যামেরা ছিনতাই করে নেয়,সাংবাদকর্মীরা প্রাণ বাচাতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।এই বিষয়ে শেরপুর থানায় হাজির হইয়া মোঃরায়হান পারভেজ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে শেরপুর থানায় ওসি মোঃআতাউর রহমান খন্দকার জানান,অভিযোগ পেয়েছি এবং ভিডিও ক্যামেরা ও মোবাইল ফোন উদ্ধার সহ ভেজাল ডিওআরবি ব্যবসায়ী শামিম কে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top