জয়নাল আবেদীন,সীতাকুণ্ডঃ চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামের ভুঁইয়া পুকুর সংলগ্ন বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ টি পরিবার নিঃস্ব।
২৯ জানুয়ারি বেলা বারোটার দিকে পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামের ভুঁইয়া পুকুর পাড়ের পশ্চিমে অবস্থিত বাসা বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।এতে আগুনে পুড়ে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান,বেলা বারোটার দিকে বাসা বাড়িতে আগুন লাগার পর আমরা ফায়ার সার্ভিস স্টেশনে মুঠোফোনে তাদের অবহিত করি।ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়।এতে
অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।টিনের ঘর হওয়ার কারণে মূহুর্তে আগুনের ভয়াবহতা বেড়ে যায়।বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাসের চুলা থেকে আগুন লাগতে পারে ধারণা স্থানীয়দের।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল বলেন,সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।আগুনের ভয়াবহতা দেখে একজন অসুস্থ হলে তাকে তৎক্ষণাৎ মেডিকেলে পাঠানো হয়েছে।এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।