আবুল হাশেম পাইকগাছাঃ পাইকগাছায় মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধার সহ এক জন কে ছয় মাসের জেল- জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া বায়তুছ সালাম জামে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা উত্তর সলুয়া গ্রামের মৃত পাগল মজলিস এর ছেলে আঃ হাকিম মজলিস (৬০) এর গতিবিধি সন্দেহ জনক হলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের টিম তাঁর দেহ তল্লাশি চালায়। এসময়ে আঃ হাকিম মজলিস এর নিকট থেকে ৫ পলি প্যাকেট (৫০গ্রাম) গাঁজা পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতে আসামিকে মাদক আইনে ছয় মাসের জেল সহ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বদরুল হাসান, পেশকার ইব্রাহীম হোসেন, আনসার সুচিন সহ সঙ্গীয় ফোর্স।