পুলিশের সহযোগিতায় অসুস্থ কিশোরী উদ্ধার

 সংবাদদাতা  ইমরান হোসেন ইমু  ::: মানসিক ভারসাম্যহীন জুতি(১৫) নামের এক কিশোরীকে ভবঘুরের অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে কিশোরগঞ্জের হোসেনপুর থানা পুলিশ। জুতি ময়মনসিংহের গফরগাঁও থানাধীন নিধিয়ারচর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে এবং পাগলা থানাধীন পাচবাগ ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণীর ছাত্রী। রবিবার দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্স ভবনে জুতির পিতা  ইসমাইলের কাছে এলাকার স্থানীয় গণ্যমান্য লোকের উপস্থিতিতে পুলিশ মেয়েটিকে হস্তান্তর করে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু জানান, শনিবার সন্ধ্যায় মেয়েটিকে নির্জন রাস্তায় একা ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়েটির অসংলগ্ন কথাবার্তায় মানসিক

ভারসাম্যহীন মনে হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মেয়েটির অভিভাবক খুঁজে বের করে রবিবার দুপুরে তাদের হাতে মেয়েটিকে তুলে দেয়া হয়েছে। মেয়েটি হাসপাতালে ভর্তির সময় যে ঠিকানা উল্লেখ করেছিল তা ভুল থাকায় প্রকৃত ঠিকানা খুঁজে বের করতে অনেক বেগ পেতে হয়েছে। এছাড়াও মেয়েটির পিতা ইসমাইল তার মেয়ের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top