কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ আজ বৈকালে ভারতের উত্তর প্রদেশের লাখনৌ তে পুলিশের সাব ইন্সপেক্টর সকিনা খাঁন এর গুলিতে মারা যায় মেহারীগন্জ্ঞ এলাকায় এক শিশু ধর্ষণকারীর। বিগত তিন মাস আগে এক শিশু কে ধর্ষণ করে কমল কিশোর নামে এক অপরাধী। এই অপরাধী কমল কিশোর ধরতে কালঘাম ছুটে যায় লাখনৌ পুলিশের।আজ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে ধাওয়া করে।
তখন কমল কিশোর পুলিশ কে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা লাখনৌ পুলিশের মহিলা পুলিশ অফিসার ইনচার্জ সকিনা খাঁন গুলি ছোড়ে, তাতে আহত হয় কমল কিশোর।পরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান তার মৃত্যু হয়। এই শিশু ধর্ষণকারীর বিরুদ্ধে বহু মামলা রয়েছে। এই ঘটনার নিশ্চিত করেছেন লাখনৌ পুলিশের এ ডি জি ও লাখনৌ পুলিশের মহিলা পুলিশ অফিসার ইনচার্জ সকিনা খাঁন।।