খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খানাবাড়ী গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার কেন্দ্র(৪৯৬) পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। গতকাল বুধবার সকালে তিনি হঠাৎ বিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে অনির্ধারিত মতবিনিয়ম করেন। পরীক্ষা শেষে তিনি এসএসসি পরীক্ষার্থীদের সাথে বিভন্ন বিষয়ে কথা বলেন।
জানাগেছে, বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ২৩ এপ্রিল বুধবার সকাল সোয়া ১০টায় খানজাহান আলী থানাধিন খানাবাড়ী গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় তিনি বিদ্যালয়ের ক্যাম্পাস ও পরীক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে। পরে তিনি প্রধান শিক্ষকের কক্ষে শিক্ষকদের
সাথে মতবিনিময় করেন। শিক্ষা উপদেষ্টা এ সময় বলেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, বর্তমান সময়ে শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতার শিক্ষার উপর গুরুত্ব দিতে শিক্ষকদের আহবান জানান। তিনি আরো বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরীর উপর আমাদের শিক্ষকদের নজর দিতে হবে। আমাদের ছাত্রছাত্রীরা আগামীতে বিশ^কে নেতৃত্ব দেবে এমনভাবে তাদেরকে গড়ে তুলতে হবে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) এস এ রহিম, সহকারী প্রধান শিক্ষক কুমোদ চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার খানাবাড়ী গার্লস হাইস্কুল কেন্দ্রের পরীক্ষার্থীদের সাথে কথা বলেন পরে তিনি পরীক্ষার্থীদের সাথে ফটোসেশনে মিলিত হন।