গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

IMG_20250227_165628.jpg

Oplus_131072

তপু শেখ গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কারিগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মেলে, একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, এই নীতিতে, ২৭ ফেব্রুয়ারি, আনুমানিক সকাল ১০ ঘটিকার সময়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের। প্রধান অতিথি:হিসাবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম কবির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) , গোপালগঞ্জ
সভাপতি: করেন প্রকৌশলী মোহাম্মদ আইয়ুবুর রহমান, অধ্যক্ষ, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ,আরো উপস্থিত ছিলেন , ইন্সট্রাক্টর কল্যাণ কুমার বিশ্বাস,চিপ ইন্সট্রাক্টর মোহাম্মদ তৌহিদুল্লাহ খান, ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, ইনস্ট্রাক্টর

মোহাম্মদ নওরোজ আলী,ইন্সট্রাক্টর রাজীব বিশ্বাস, ইন্সট্রাক্টর গুরুচাঁদ দাস,চিপ ইনস্ট্রাক্টর রুবেল শেখ, ইন্সট্রাক্টর নিরঞ্জন রায়, ইন্সট্রাক্টর মশিউর রহমান ভূঁইয়া, ইনস্ট্রাক্টর লিংকন বালা, ইন্সট্রাক্টর কাকলি অধিকারী
অনুষ্ঠানের প্রথমে, কোরআন তেলাওয়াত,ও গীতা পাঠ, পরে অনুষ্ঠানে, পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, মোঃ গোলাম কবির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) , গোপালগঞ্জ, বিস্কুট দৌড় প্রতিযোগিতায় প্রথম আমির হামজা,ষষ্ঠ শ্রেণী, দ্বিতীয় আব্দুল্লাহ, সপ্তম শ্রেণী, তৃতীয় তৌহিদুল চৌধুরী,ষষ্ঠ শ্রেণী, এরপরে, মোরগ লড়াই, প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে রাকিব শিকদার,সপ্তম শ্রেণী, দ্বিতীয় অমিত হাসান মিঞা ৬ষ্ঠ শ্রেণী, তৃতীয় তৌহিদুল চৌধুরী ৬ষ্ঠ শ্রেণী,সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *