কুলিয়ারচরে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা ও ইউনিয়ন অফিস উদ্বোধন

IMG_20250223_182051.jpg

Oplus_131072

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর(কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মো. রমজান আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মুহাম্মদ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি লেখক ও সাংবাদিক

শামসুল আলম সেলিম, জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমীর ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাও.কবির হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমীর মাও. মো. রফিকুর রহমান ও কুলিয়ারচর শাখার সাবেক আমীর বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট সৈয়দ মুহিউদ্দিন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সভাপতি সাকিল আহমদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাও. মুহাম্মদ মাহবুবুর রহমান,

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার সেক্রেটারি মাও. আব্দুল মতিন ও কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মাও. মসিউর রহমান (মহসিন), সালুয়ার ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাও. অলিউর রহমান (মারুফ) সহ গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার নেতাকর্মীবৃন্দ। সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী মাও. মো. মিজানুর রহমান।
দাওয়াতী সভা শেষে লক্ষ্মীপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখা কার্যালয় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মো. রমজান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top