নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পশ্চিম রাজাপুর মুহাম্মদ খাইরান আল-জুম্মাহ আল-রিজিক জামে মসজিদ এর শুভ উদ্বোধন হয়েছে। ২১ শে ফ্রেব্রুয়ারী শুক্রবার জুম্মা নামাজের মধ্যে দিয়ে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। পশ্চিম রাজাপুর এলাকার কুয়েত প্রবাসী মোঃ মাছুম বিল্লাহ এর সহযোগিতায় মসজিদ নির্মাণ কাজে কুয়েতী দান বীর আল-জুম্মা আর্থিক সহযোগী দান করেন।
স্থানীয় মুসল্লীরা জানান, পুরানো জরাজীর্ণ ছোট মসজিদে নামাজ আদায় করতে মুসুল্লিদের অনেক কষ্ট হতো। ছোট মসজিদ বড় করে পূনরায় নির্মাণ করতে এর আগেও অনেক বার উদ্যোগ নিয়ে নির্মান করা যায়নি। মাছুম বিল্লাহ জানতে পেরে কুয়েত দানবীর আল-জুম্মাকে জানালে তিনি পূর্ণ নির্মাণের জন্য অর্থ দান করে। এছাড়াও এ মসজিদ নির্মাণ কাজে স্থানীয় ব্যক্তিরা অর্থ দান ও শ্রম দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করে।