গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার কারণে জনজীবনে নানা সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে, সরকারি রাস্তা দখল করে ইটভাটা মালিকরা মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে, যার ফলে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। রাস্তার পাশে থাকা সরকারি গাছগুলোও সুরক্ষিত নয়, ফলে গাছগুলো বেহাল অবস্থায় রয়েছে।
এই অবৈধ মাটির কাজ পরিবেশের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাটির অযাচিত উত্তোলন পরিবেশ দূষণ সৃষ্টি করছে, পাশাপাশি এলাকায় বসবাসকারী মানুষের জন্যও কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এসব কাজের ফলে রাস্তা ধ্বংসের পথে চলে যাচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা ঘুম থেকে উঠে দেখছেন, জমির মাটি কেটে ইটভাটা মালিকরা নিয়ে যাচ্ছে, যার কারণে তাদের বসতবাড়ি এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ধরনের অবৈধ কার্যক্রমের কারণে এলাকাবাসী অত্যন্ত বিরক্ত এবং তারা দ্রুত এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন। রাস্তা, গাছ, জমি ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অতীব জরুরি বলে জানাচ্ছেন তারা।