মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকেঃ খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান ও সাবেক পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ ই ফেব্রুয়ারি বেলা ১১ টায় উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাকা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সর্বস্থরের ছাত্র জনতা ও সাধারণ জনগণের পক্ষ থেকে এ মানব বন্ধনের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ‘স্বৈরাচারী আ’লীগের দোসর পুলিশের এসপি তরিকুল ইসলাম উজ্জলের বাবা রাড়ুলী ইউনিয়নের নৌকার চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় আরও বড় ধরনের আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে।’
মানববন্ধনে ছাত্র সমন্বয়ক মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হান্নান গাজী, মোঃ বাচ্চু গাজী, মোঃ মাসুদ রানা, মোঃ ইকবাল হোসেনসহ আরও অত্র এলাকার অসংখ্য লোকজন এসময় উপস্থিত ছিলেন।