বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিকী ‘র সভাপতিত্বে স্থানীয় উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন
কর্মকর্তা আবু বকর মোল্লা, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, গাজী তরিকুল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার যথাক্রমে,অঞ্জন কুমার বিশ্বাস,দীপন হালদার, জীবনানন্দ রায়,কমলেশ বালা,আঃ হাই খান, ধ্রুব জ্যোতি সরকার,তরুণ কান্তি মজুমদার,রাজীব বিশ্বাস, প্রতাপ বালা,দীপংকর মন্ডল, শিউলি রাণী বিশ্বাস,নিবেদিতা বাছাড় ,ইলোরা আক্তার প্রমুখ। মেলায় বিভিন্ন স্টলে কৃষিপণ্য নিয়ে আসায় ৫ জন কৃষক- কৃষাণীদের বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয় ।