দিঘলিয়া প্রতিনিধিঃ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী সর্বদা তৎপর রয়েছে। এরই মধ্যে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। গত সোমবার থেকে সারাদেশব্যাপী শুরু হওয়া “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে দিঘলিয়া উপজেলাতেও অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ দখলদার, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ু, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে দিঘলিয়া উপজেলার যৌথ বাহিনী উপজেলার
বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন যৌথ বাহিনীর দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ নেভির লেফটেন্যান্ট কমান্ডার সারোয়ার হোসাইন এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। এলাকাবাসী আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর নব উদ্যমে শুরু করা এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। চলমান অপারেশনের মাধ্যমে যৌথ বহিনী ও জনতা মিলে খুলনার দিঘলিয়া উপজেলাকে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, জুয়া, কিশোর গ্যাং মুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান যৌথবাহিনীর কর্মকর্তাবৃন্দ।