কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম::: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব এর চাম্পাহাটী ভীষ্মদেব গান মেলা শুরু হয়েছে। এই মেলা টি ঐতিহাসিক মেলা। এই মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য। এখানে গান ও পালাগান সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং প্রান্ত গ্রাম থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে মেলা প্রাঙ্গণে। ব্যাবসায়ীরা বিভিন্ন ধরনের পরষা ও জিনিস পত্র নিয়ে হাজির হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও শুরু
হয়েছে চাম্পাহাটী ভীষ্মদেব গান মেলা। এই মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব এর বিধায়ক শ্রী বিভাস সর্দার ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন বোর্ড এর কর্মধক্ষ্য শ্রী জয়ন্ত ভদ্র এবং সি পি আই এম নেতা শ্রী সৃজন চক্রবর্তী ও বিজেপি নেতা ও কলকাতার ৫০, নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সজল ঘোষ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।।