নন্দীগ্রামে তারেক রহমান ঘোষিত ৩১দফা লিফলেট হাতে ছুটছে ছাত্রদল

IMG_20250203_193121.jpg

Oplus_131072

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার লিফলেট জনগণের কাছে পৌঁছে দিচ্ছে ছাত্রদল। উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা যৌথভাবে প্রচারণা করছেন।

গতকাল সোমবার বিকেলে সদরের বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকের নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পৌর শহরসহ উপজেলার প্রত্যন্ত এলাকার বাজারের দোকানি, পথচারী ও যানবাহনের যাত্রীদেরকে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দেয় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ সভাপতি নবীর শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, সহ সভাপতি আসাদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সিজান মাহমুদ প্রমুখ। এদিন উপজেলার রণবাঘা এলাকায় লিফলেট বিতরণ করেন নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেনের নির্দেশে তৃণমূলে ছুটছেন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top