নন্দীগ্রামে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু, আহত-১

IMG_20250131_231112.jpg

Oplus_131072

 নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-  বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও এক জন গুরতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। ৩১ জানুয়ারি (শুক্রবার) ভোর ৫টায় বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ডে বালু বোঝাই ও মাছ বহনকারী মিনি ট্রাকে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নিহত হওয়া ছোট ভাই শাহাবুর রহমান (২৩) এর বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার কোতোয়ালি গ্রামে। গুরুতর আহত মিরাজ হোসেন (৩৫) এর ঠিকানা একই। সম্পর্কে তারা চাচাতো ভাই। কুন্দারহাট ফাঁড়ি থানা সুত্রে জানা গেছে বগুড়ার দিক থেকে ছেড়ে আসা ট্রাক যাহার রেজিঃ নং যশোর ট ১১-২৪৫৬ এবং নাটোরের দিক থেকে ছেড়ে আসা ট্রাক যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো- ড ১২-৫০৯৭ বগুড়া নাটোর মহসড়কের রনবাঘা বাজারে পৌছিলে বালু বোঝাই ও

 

 

মাছ বহনকারী মিনি ট্রাক দুটি মুখোমুখি সংঘর্ষ হলে উভয় ট্রাক দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায় এতে ঘটনাস্থলেই নিহত হয় ট্রাক চালক ছোট ভাই শাহাবুর রহমান, একই ট্রাকে থাকা চাচাতো বড় ভাই মিরাজ হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে বগুড়া শহিদ জিয়া মিডেকেলে নিয়ে যান। এঘটনায় মুখোমুখি সংঘর্ষ হওয়া মাছ বহনকারী মিনি ট্রাক দুমড়ে মুচড়ে গেলেও ওই ট্রাকে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এবিষয়ে কুন্দার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান বলেন দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top