টুঙ্গীপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

IMG_20250125_203542-1.jpg

Oplus_131072

গোপালগঞ্জ প্রতিনিধি:::: টুঙ্গীপাড়া উপজেলার `২ নং বর্নি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমরুল সরদার বিরুদ্ধে গরীব ও অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, ইমরুল সরদার বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে ঘর, কার্ড, এবং ভিজিটিং কার্ড দেওয়ার কথা বলে টাকা নিয়ে এর বিনিময়ে কোনো সেবা দেননি। আলমগীর ফকির নামের এক ব্যক্তি, যিনি ১ নং ওয়ার্ডের মুন্সির চরের বাসিন্দা, অভিযোগ করেন যে ইমরুল সরদার তাকে ঘর দেওয়ার কথা বলে ২০,০০০ টাকা নিয়েছিলেন কিন্তু দুই

বছর ধরে ঘরও দেননি এবং টাকা ফেরতও দেননি। একইভাবে আছিয়া বেগম নামে এক গরীব বৃদ্ধ মহিলার কাছ থেকে শিশু কার্ড দেওয়ার কথা বলে ৫,০০০ টাকা নিয়েছেন। আরও অভিযোগ রয়েছে, নীলুফা বেগমনামে এক মহিলার কাছ থেকে নীলকার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে। অন্যদিকে বৃদ্ধা অসহায় আরেক মহিলার কাছ থেকে ৩০ কেজি ভিজিটিং কার্ড দেওয়ার কথা বলে ৭,০০০ টাকা নিয়েছেন। ও মারুফ শেখের কাছ থেকে ট্যাংকি দিয়ার কথা বলে ৫২০০ টাকা নিয়েছেন এছাড়া, ১ নং ওয়ার্ডের আরও অনেক গরিব ও অসহায় মানুষের কাছ থেকে এই ধরনের প্রতারণা ও টাকা আদায়ের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ইউপি সদস্য ইমরুল সরদার দীর্ঘদিন ধরে এই ধরনের প্রতারণা চালিয়ে আসছেন এবং তার বিরুদ্ধে

বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। ২ নং বন্নি ইউনিয়নের চেয়ারম্যান মিলিয়া আমিনুর বলেন আমি এ ধরনের অভিযোগ শুনেছি ইমরুল মেম্বার বিভিন্ন গরিব অসহায় মানুষের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।এ বিষয়ে আইন আনুক ব্যবস্থা নেয়া হবে।এ বিষয় নিয়ে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমরুল মেম্বারের সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদের মাধ্যমে জানিয়েছেন সাংবাদিকরা যা লেখার লিখুক এতে আমার কিছু যায় আসে না। তার সঙ্গে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার চেষ্টা করলে পরিষদেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top