খুলনায় গ্রিন ডেইরি পার্টনারশিপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

IMG_20250125_191024.jpg

Oplus_131072

সাগর কুমার বাড়ই খুলনা:::  দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি টেকসই এবং উৎপাদনশীল ডেইরি ভ্যালু চেইন মডেল তৈরি করা ও গ্রিন ডেইরি পার্টনারশিপ বিষয়ে এক সূচনা কর্মশালা আজ (শনিবার) সকালে বিভাগীয় কমিশনারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার।  অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের বেশিরভাগ মানুষ কোন না কোন কৃষি কাজের সঙ্গে যুক্ত হয়ে আমাদের দেশের অর্থনৈতিক দিকটাকে সচল রেখে চলেছেন। দেশের অধিবাসীদের মধ্যে অনেকেই চাষাবাদের সাথে জড়িত। খুলনার দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অনেকেই খামার সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত। আবার কেউবা মৎস্যচাষের সঙ্গে জড়িত। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের

 

 

খামারিদের যদি তৈরি করা হয় তাহলে এদিক থেকে উৎপাদন ও টেকসই ব্যবস্থা আরও উন্নত হবে।  তবে বিভিন্ন সময়ে ছোট-বড় খামারিদেরকে যেন লোকসানের ঝুঁকিতে পড়তে না হয় সেদিকে কোম্পানিগুলোকে এগিয়ে এসে খামারিদের পাশে থাকার আহবান জানান। খামারিদের উৎপাদিত দুধের যেন সঠিক দাম পান এবং তারা যেন কোম্পানির হাতে জিম্মি না হন সেদিকে নজর দেওয়ার জন্য বিশেষভাবে আহবান জানান বিভাগীয় কমিশনার।  সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম ও খুলনা প্রাণিসম্পদ দপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ড. নুরুল্লাহ এমডি আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *