মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে::::::: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে,প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে “এসো দেশ বদলাই” “পৃথিবী বদলাই” নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী “তারুণ্যের উৎসব -২০২৫ ” উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর কতৃর্ক আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক অনুর্ধ্ব -(১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা অনূর্ধ্ব-(১৭) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায় খুলনা জেলা ক্রীড়া অফিসার মোঃ বখতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে খুলনা সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় । সাংবাদিক দিলীপ কুমার বর্মন এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার টি,এম, মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন,খুলনা ও বরিশাল বিভাগীয় জাতীয় ক্রীড়া পরিষদের উপ- পরিচালক, খুলনা যুব উন্নয়ন অধিদপ্তর’র উপ- পরিচালক মোঃ মোস্তফা উদ্দীন ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য জিয়াউল সাহাদাত জিয়া, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছালমা খাতুন, বটিয়াঘাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,সরকারি বটিয়াঘাটা ডিগ্ৰি মহাবিদ্যালয়ে ক্রীড়া প্রভাষক পার্থ প্রতিম রায়, মোঃ শাকিল । মাঠে খেলা পরিচালনা করেন মোঃ পারভেজ আলম । খেলার প্রথমার্ধে বটিয়াঘাটা উপজেলা বালিকা দল টাইব্রেকারে ডুমুরিয়া উপজেলা বালিকা দলকে ৩-২ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন জয় সূচক পুরস্কার হাতে তুলে নেন এবং খেলার দ্বিতীয়ার্ধে রূপসা উপজেলা বালক দল কয়রা উপজেলা বালক দলকে ১-০ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন্সের জয় সূচক শিরোপার পুরস্কার হাতে তুলে নেন । খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।