রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ :::: আজ ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার, ঠিক বিকেল তিনটায়, কলকাতার প্রেসক্লাবে আয়োজিত, দক্ষিণ হাওড়া মুক্তধারা ও অলক ফাউন্ডেশন এর উদ্যোগে এবং হাওড়া নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায়, বিভিন্ন ক্রীড়া সংস্থানের হাতে বীর যোদ্ধা সম্মান ২০২৫ তুলে দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আই পি এস অফিসার শান্তি দাস, অর্জুন পুরস্কার প্রাপ্ত মহিলা ফুটবলার শান্তি মল্লিক। অর্থপেডিক ডক্টর অতুল শ্রীবাস্তব, পরিচালক রাহুল সাহা, অভিনেতা মোঃ শামীম, ডিরেক্টর ও পরিচালক লোপামিত্র মুখার্জি, মুক্তধারার কর্ণধার জয়দেব দে, অলক ফাউন্ডেশন এর কর্ণধার দেবযানী ঘোষ, পদ্মশ্রী খ্যাত এবং বীর যোদ্ধা সম্মানে ভূষিত বিপিন গনোত্রা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অরিজিত মহাশয় সহ অন্যান্যরা, অনুষ্ঠানে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে ও স্মারক দিয়ে সম্মানিত করেন, উপস্থিত ছিলেন,যে সকল ক্রীড়া সংস্থাকে বীর যোদ্ধা সম্মানে ভূষিত করেন, তাহাদের মধ্যে ছিলেন, পশ্চিমবঙ্গ কুস্তি সংগঠন কলকাতা, বালটিকুড়ি নেতাজী বালক সংঘ, বেতড ব্যায়াম সমিতি, শান্তি আইচ মল্লিক ফুটবল কোচিং সেন্টার কলকাতা, এছাড়া অন্যান্য ক্রীড়া সংস্থাকে আজকে সম্মানিত করলেন এবং এই সম্মান তুলে দেন, তাহাদের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে শিক্ষকদের হাতে।
যে সকল ও অতিথিরা উপস্থিত ছিলেন, এবং কর্ণধারেরা দুটি কথা তুলে ধরেন, আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিন উপলক্ষে, দক্ষিণ হাওড়া মুক্তধারা ও অলক ফাউন্ডেশন এর উদ্যোগে এবং নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় যেভাবে ক্রীড়া সংস্থাদের হাতে সম্মান তুলে দিলেন ও উৎসাহিত করলেন আমরা গর্বিত, নেতাজী সুভাষচন্দ্র বসু যেমন দেশকে রক্ষা করার জন্য লড়াই করে গিয়েছিলেন, এমনি এই সকল খুদে খেলোয়াড় তারাও লড়াই করে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং একটা বড় খেলোয়াড় হয়ে শিক্ষকদের সম্মান রাখার চেষ্টা করছেন। এর সাথে সাথে ডক্টর অতুল শ্রীবাস্তব মহাশয় জানান, এবং ছোট ছোট ছেলেদের কয়েকটি পরামর্শ দেন, খেলতে গিয়ে যদি কোনোভাবে আঘাত পায় তার কি কি পদ্ধতি অবলম্বন করা দরকার, সেগুলিও স্কীনের মাধ্যমে তুলে ধরলেন ছোট ছোট খেলোয়াড়দের কাছে ও অভিভাবকদের কাছে,