লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) ::::: কাজিপুরের ঔষধ ব্যবসায়ী মামুন হোসেন হিটলার মাইজবাড়ি গ্রামের জামাল ফকিরের পুত্র লিখন ও তার ভাড়াটে লোকজনের বিরুদ্ধে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার দাবি করেছেন। শুক্রবার সকালে কাজিপুর উপজেলার পাইকরতলি নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে এসব কথা বলেন তিনি। তিনি জানান, বালু ব্যবসার কাজের জন্য লিখন হিটলারের নিকট থেকে তিন লক্ষ টাকা ধার নেয়। কিন্তু নিধারিত সময়ে লিখন সে টাকা পরিশোধ না করে তালবাহানা করতে থাকে। এরি এক পর্যায়ে গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় মোবাইলে ফোন করে হিটলারকে ধনুট উপজেলার মাধবডাঙ্গা মোড় এলাকায় নিয়ে
যায় লিখন। এসময়ে লিখন হিটলারের পকেটে থাকা বেশ কিছু টাকা বের করে নেয় সাথে সাথে ওত পেতে থাকা সাত/আট জন লিখনের ভাড়া করা লোক হিটলারকে পেটাতে থাকে। এসময় হিটলারের ডাক চিৎকারে স্থানীয়’রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় স্হানীয়’রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে হিটলারের স্বজন’রা ঘটনাস্থল থেকে রাতেই হিটলারকে বগুড়া ইসলামিয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মাথায় চার/পাঁচ’টি সেলাই দিতে হয়। সংবাদ সন্মেলনে হিটলার জানান, আমাকে হত্যার উদ্দেশ্যে লিখন গং হামলা করেছিল। এব্যাপারে ধনুট থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমি প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার প্রাথনা করছি।