বিনামূল্যে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন সিরাজুল ইসলাম খোকন

IMG_20241227_233901.jpg

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : প্রতি সপ্তাহে শুক্রবারে নিজ বাড়িতে চেম্বার করে আনেন মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার,রোগীদের জন্য উন্নত মানের ডাক্তার ও বিশেষ সুবিধা দেওয়ায় প্রতি শুক্রবারে শত শত অসুস্থ মানুষ আসে চেয়ারম্যানের বাড়িতে সেবা নিতে। চক্ষু রোগী মোঃ রেসব আলী বলেন ডাক্তার আমার দুটি চোখ দেখার পর চশমা নেওয়ার পরামর্শ দেন,আমি সঙ্গে সঙ্গে এখানে দায়িত্ব থাকা লোকদের জানানোর পর পাশের রুমে আমাকে নিয়ে চোখ পরীক্ষা করায় এবং অন্য একটি রুম থেকে পাওয়ারি চশমা এনে হাতে দেন এতে আমি খুব আনন্দিত।চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম খোকন বলেন প্রথমে রোগীকে ডাক্তার দেখানো হয় ডাক্তারের পরামর্শক্রমে যদি তার চশমার প্রয়োজন হয় আমরা এখানে চক্ষু পরীক্ষা করার যন্ত্র এনেছি পরীক্ষিতো ডাক্তার দিয়ে চোখ পরীক্ষা করে আমরা পাওয়ার সেট চশমা দিয়ে থাকি। চেয়ারম্যান আরো বলেন যদি কোন রোগীর চোখ অপারেশন লাগে তাহলে আমি তাদেরকে বিনামূল্যে অপারেশন করে সেবা দিয়ে থাকি। চেয়ারম্যান আরো বলেন এই পর্যন্ত আমি প্রায় ১ হাজার এর অধিক রোগীকে বিনামূল্যে অপারেশন করিয়েছি,

 

মেডিসিন ডাক্তার এর ব্যাপারে আমরা জানতে চাইলে চেয়ারম্যান বলেন প্রতি মাসে দুইবার মেডিসিন ডাক্তার ও একবার চক্ষু বিশেষজ্ঞ ও অন্যান্য ডাক্তার আমার বাড়িতে এনে থাকি, রোগী দেখার পর যদি কোন অসহায় মানুষ ওষুধ কিনতে টাকা না থাকে,তাহলে আমি তাদেরকে ওষুধ কিনার টাকা বা প্রেসক্রিপশন রেখে ওষুধ কিনে তাদের হাতে তুলে দেয়। চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন আরো বলেন মানুষকে সেবা দিতে ভালো লাগে,মানুষের পাশে দাঁড়াতে পারলে আমি আনন্দিত হই, তাই আমি নিয়মিত আমার বাড়িতে চেম্বার তৈরি করে অসহায় মানুষদের সেবা দিয়ে থাকি,পাশাপাশি শীতের সময়ে দরিদ্রদের লেপ বা কম্বল দিয়ে থাকি এ বছরও প্রায় পাঁচশত’র উপরে লেপ ও কম্বল দিয়েছি সামনে আরো দেওয়ার ইচ্ছা আছে,চেয়ারম্যান জানান এই পর্যন্ত আমার ইউনিয়নে ও ইউনিয়নের বাহিরেও একশত’র অধিক মসজিদ নির্মাণ করেছি এখনো আমার হাতে পাঁচটি মসজিদ তৈরি করার কাজ চলমান আছে,প্রায় ৫০ টি ঘরহীন পরিবারকে ঘর তৈরি করে দিয়েছি এখনো আমার হাতে চারটি ঘর তৈরি করার কাজ শুরু করেছি,এছাড়াও শত শত পানি খাওয়ার টিউবওয়েল ও নিচ থেকে পানি উত্তোলন করার মোটার দিয়েছি গ্ৰামে গ্ৰামে। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকেই মানুষের পাশে ছিলাম এখনো আছি, আমার সকল কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ এই কথা বলে সবার কাছে দোয়া চান চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top