নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-বগুড়ার নন্দীগ্রামে দি ব্রিলিয়ান্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২১ডিসেম্বর শনিবার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩২টি ভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের ভিত্তিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সর্বমোট ৫৮৫জন শিক্ষার্থীর অংশগ্রহণে সকাল সাড়ে ১০টায় পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত তিনঘন্টা চলে। দি ব্রিলিয়ান্ট এসোসিয়েশন বগুড়ার মহাপরিচালক সাইয়েদ কুতুব সাব্বির ও পরিচালক হাফেজ আল-ইমরানের নির্দেশনায় মনসুর হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন আমিরুল মমিন এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন মনিরুল ইসলাম। এছাড়া কেন্দ্র
সচিবের দায়িত্বে ছিলেন মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রশীদ (তোতা) ও সহকারি কেন্দ্র সচিব ছিলেন মোঃ আতাহার আলী (খোকন)। কেন্দ্র সচিব ও সহকারী সচিব কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পরীক্ষাকেন্দ্রে এক শিক্ষার্থী তাৎক্ষণিক অসুস্থ হওয়ায় সাথে সাথেই তার খোজখবর নিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন কেন্দ্রের প্রশাসনিক দায়িত্বে থাকা আমিরুল মুমিন ও স্বেচ্ছাসেবক রিফাত। পরীক্ষা নিয়ে দূরদূরান্ত থেকে আগত অভিভাবকদের সাথে কথা হলে তারা এই এসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোন অবনতি না হয়ে সে ব্যাপারে সর্বদা সোচ্চার ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশের চৌকস টিম।