তেরখাদা যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে মহান বিজয় পালিত

IMG_20241216_173956.jpg

Oplus_131072

তেরখাদা প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে তেরখাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি নর্থ খুলনা কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান সমূহ ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করে। ওই দিন প্রত্যুষে ২১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদের চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ আখি শেখ, থানার অফিসার ইনচার্জ

মেহেদী হাসান ও উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ কায়নাতের সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাস্টার হাফিজুর রহমান। পরে উপজেলা পরিষদের চত্ত্বরে পিঠা উৎসব এবং বিজয় মেলা অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব এবং বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ। এ সময় অন্যান্য দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধাঃ মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীঃ উপজেলা জামায়াতে ইসলামী সকাল সাড়ে ৮ টার দিকে এক আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদবের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ নাহিদ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, মাওলানা এম এ হাফিজ, হাফেজ গোলাম রব্বানী, মাওলানা রকিবুল ইসলাম।

সরকারি নর্থ খুলনা কলেজঃ এ দিনে সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু এর নেতৃত্বে কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।
শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ঃ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে। এছাড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিন করে। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে। বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের চত্তরে ক্রিকেট টুর্নামেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top