শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা:: খুলনার দাকোপ উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে”র আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর (গরু) বিতরন করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা সিনিয়র মৎস্য কার্যালয় এর আয়োজনে উপজেলার ১৬ জন সুফল ভূগী জেলে পরিবারর কে বকনা বাছুর(গরু)
বিতরন করা হয়। উক্ত বিতরন অনুষ্ঠানে সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রবীর কুমার দাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথি ছিলেন , উপজেলা , প্রানিসম্পদ অফিসার বঙ্কিম কুমার হালদার, সমাজ সেবা অফিসার প্রজিত রায়, সমবায় অফিসার মিজানুর রহমান, মেরিন ফিশারিজ অফিসার বিপুল কুমার দাশ,ক্ষেত্রসহকারী মোঃ আলমাস হোসেন, আলহাজ্ব মোল সাইফুল ইসলাম, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাকর্মীরা উপস্থিতি ছিলেন।