দিঘলিয়ার ইব্রাহিম সরদার সবজি চাষে সফল

IMG_20241211_210621.jpg

Oplus_131072

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা:: শীতকালীন সবজি চাষ করে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করছেন দিঘলিয়ার ইব্রাহিম সরদার। প্রায় পৌনে ২৫ কাঠা জমিতে বিভিন্ন সবজি চাষ করেছেন তিনি। তাঁকে দেখে পার্শ্ববর্তী এলাকার বেকার যুবকেরা আগ্রহী হয়ে উঠছেন সবজি চাষে। ইব্রাহিম সরদার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নিজ বাড়িতে থেকেই এখানেই চাষাবাদ করছেন। ২৫ কাঠা জমিতে বরবটি, কলমি, লালশাক, মূলা, পালং শাক, সবুজ শাক, ধনে পাতাসহ বিভিন্ন সবজির চাষ করেছেন। ইব্রাহিম সরদার এ প্রতিবেদককে বলেন, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের সামনের সড়কের পূর্ব পাশে প্রায় ২৫ কাঠা জমি রয়েছে। ওই জমিতে বরবটি, লালশাক, পালং শাক, সবুজ শাক, কলমি শাক, মূলা, ধনিয়া শাকসহ বিভিন্ন

শীতকালীন সবজি চাষ করেছি। এ বছর বরবটি ও কলমি শাক দিয়ে বিক্রয় যাত্রা শুরু করেছি। এ ছাড়া প্রচুর লাল শাক ও পালং শাক হয়েছে। এ শাক এখনও বিক্রি শুরু করিনি। ইব্রাহিম সরদার আরও বলেন, বছর দুই আগে আমি এ জমিতে সবজি চাষ শুরু করি। রাস্তার পার্শ্বে জমি থাকায় সবজি চাষের পরিকল্পনা শুরু করি। ধীরে ধীরে সবজি খেতের পরিমাণ বাড়াতে থাকি। প্রতিদিন সবজি খেত পরিচর্যা করতে হচ্ছে। কাজের চাপ বাড়লে দৈনিক মজুরিতে লোক নেওয়া হয়। সবজি বিক্রি করে উৎপাদন ও পরিবহন খরচ বাদ দিয়ে ভালোভাবেই সংসার চলছে। জমি চাষ, বীজ ক্রয় ও বপনসহ সেচ খরচ বাবদ ১৫ হাজার টাকা খরচ হয়েছে। বীজ ও কীটনাশক বাকীতে আনা। যা উৎপাদিত সবজি বিক্রি করে আস্তে আস্তে কিস্তিতে পরিশোধ করা লাগবে।
খেতে উৎপাদিত শাক সবজি

পার্শ্ববর্তী দৌলতপুর, পথেরবাজার, নোগরঘাট, উপজেলা মোড়, সেনহাটি বাজারসহ বিভিন্ন বাজারে বিক্রি করেন। সবজির ফলন ভালো হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চাহিদা পূরণ হচ্ছে। কিছু কিছু সবজি পাইকারি বিক্রি করা হচ্ছে এবং আগামীতে বিক্রি হবে। তবে বরবটি গাছে পচন ধরেছে। প্রতিরোধে ঔষুধ স্প্রে করা হচ্ছে। বরবটি গাছে বেশ ফলন এসেছে। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেনকে ফোন দিলে তিনি খেতে এসে প্রয়োজনীয় পরামর্শ দেন। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, এ বছর শেষ সময় এসে প্রচুর বৃষ্টিপাতের কারণে সকল প্রকার কৃষকদের পাশাপাশি সবজি চাষিরা ব্যাপক ক্ষতির সন্মুখিন হয়েছেন। যা পূরণ হওয়ার নয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কিশোর আহমেদ এ প্রতিবেদককে জানান, সফল সবজি চাষি ইব্রাহিম সরদারকে প্রয়োজনীয় সহযোগিতা করার ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top