দাকোপে জলবায়ু পরিবর্তনে সাংবাদিকদের সাথে এ্যাডভোকেন্সি  সভা অনুষ্ঠিত

IMG_20241209_185951.jpg

Oplus_131072

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা :;: খুলনার দাকোপ উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ঝুঁকি পূর্ণ এলাকায় দুরোাগ্য ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিবাসন/স্হানচ্যুতি করণ এর ফলে অভিবাসীদের চ্যালেঞ্জ এবং এই সমস্যা সমাধানের জন্য দাকোপ প্রেসক্লাবের  সাংবাদিকদের সাথে এ্যাডভোকেন্সি  সভা অনুষ্ঠিত হয়েছে।

৯  ই ডিসেম্বর  সোমবার  বিকাল ২ টায় উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের  হলরুমে  খুলনা অঞ্চল  কারিতাসের কোডিনেটর ((ডি আর আর  সি সি এ) প্রকল্পের  মোঃ ইব্রাহিম হোসেন, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)  দুর্যোগ ব্যবস্হাপনা  প্রোফেসর মোঃ ইসমাইল হোসেন

দাকোপ দাকোপ প্রেসক্লাব  সাবেসভাপতিমোঃ শিপন ভুইঁয়া,শচীন্দ্র নাথ মন্ডল  সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, আজগর হোসেন ছাবি্বর, কারিতাসের ফিল্ড অফিসার আলোইসিয়াম গাইন,মিল অফিসার তাহারিম জাহান,কমিউনিটি ফেসিলিটেটর চিরজিত সরদার, কমিনিটিফেসিলিটেটর কিরন সরদার, রোমিও নাথ,কালিতারা বিশ্বাস, মানুয়েলরায়, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top