ভারতের জাতীয় কংগ্রেস এর নেতার স্বরণে রক্তদান কর্মসূচি

IMG_20241208_203832.jpg

Oplus_131072

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম::: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ মাসকিনা ও উস্তি ব্লক কংগ্রেস এর সভাপতি শামসুল হুদা লস্কর এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হচ্ছে। এই রক্তদান কর্মসূচি ও চক্ষু পরীক্ষা কর্মসূচির শুভ উদ্বোধন করেন ভারতের জাতীয় কংগ্রেস এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভানেত্রী ও উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ মাসকিনা। এই রক্তদান কর্মসূচি তে শতাধিক মহিলা ও পুরুষ তাদের মূল্যবান রক্ত দান করেন। প্রতি বছরের ন্যায় প্রায়ত জননেতা ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য লড়াকু কংগ্রেস নেতা র স্বরণে রক্তদান কর্মসূচি পালিত হয়। এবার ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট

পশ্চিমের উত্তর কুসুম উচ্চ বিদ্যালয়ের মধ্যে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করা হয়েছে। এই রক্তদান কর্মসূচি তে বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ রক্ত দান করেন। সেই সঙ্গে রক্ত দান শিবিরের পাশাপাশি শুরু হয়েছে চক্ষু পরীক্ষা কর্মসূচির অংশ ছেলের জন্য ধপাস বল প্রতিযোগিতা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের নেতা সাবেক বিধায়ক এর ছোট ভাই শামসুল হুদা লস্কর ও রূপচাঁদ সাপুই ও প্রায়ত জননেতা ও সাবেক

বিধায়ক এর পুত্র মৌসুম আহমেদ লস্কর এবং মাফিজুল হক খান ওরফে পাত্তু ও অঞ্চল কংগ্রেস সভাপতি মনজুর আলম মিস্ত্রি ও পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সাধারণ সম্পাদক আশুতোষ মুখোপাধ্যায় ও জেলা কংগ্রেসের সভাপতি শ্রী মনোরঞ্জন হালদার সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা ব্লাড ব্যাংক পিউপিল ব্লাড ব্যাঙ্কে র ডাঃ উজ্জ্বল বিশ্বাস ও পুলক মন্ডল আগত অতিথিদের জন্য শুভেচ্ছা জানান উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত এর প্রধান মমতাজ মাসকিনা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top