তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার এস আই মেহেদী হাসান ও ফোর্স নিয়ে গত ২ ডিসেম্বর বাত ৯টার দিকে জয়সেনা গ্রামস্থ পশ্চিম পাড়া এলাকা থেকে (আব্দুল্যাহ ছকাতির ভিটা) ২০ গ্রাম গাজাসহ মোঃ আব্দুল্লাহ সাদার(২০)কে আটক করেন। সে তেরখাদা পশ্চিমপাড়ার নাসির উদ্দিন সরদারের পুত্র। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অপরদিকে ওসি মেহেদী হাসান সংগীম অফিসার ফোর্স নিয়ে সি আর মামলার
সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেন। একইদিনে তিনি আরও একজন নিয়মিত মামলার আসামীকে আটক করে আদালতে সোপর্দ করেছেন। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, তেরখাদা থেকে জুয়া এবং মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।