স্ট্যাচু অব লিবার্টি

462640165_890112846237613_1528960738692209671_n.jpg

লেখক ঃ ইঞ্জিঃ সিরাজুল ইসলাম::::: তারিখ ঃ ০৩.১২.২০২৪ আপনারা পাঠক সবাই আমার থেকে জ্ঞানীগুণী, আমি মনেপ্রাণে তা সদাই চলি মানি! আপনারা সবাই জানেন স্টাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাছাকাছি আইল্যান্ডে হার্ডসন নদীর তীরে অবস্থিত! এই স্টাচু প্রায় ৯৩ মিটার (৩০৫ ফিট) উঁচু, ধরুন ৩০ তলার চেয়ে উঁচু একটা বিল্ডিং সমান! ১২ একর জমি অর্থাৎ ৪৯০০০ স্কয়ার মিটার জায়গা নিয়ে প্রতিষ্ঠিত! ১৯৬ সালের ২৮ শে অক্টোবর স্হাপিত করা হয়! আজ পর্যন্ত ৪২ লক্ষ মানুষ এটা দেখতে ভিজিট করেছেন! আপনি গেছিলেন কি? প্রিয় পাঠক, এই স্টাচু কিন্তু আমেরিকা তৈরি করে নাই, এটা তৈরি হয়েছে ফ্রান্সে এবং ফ্রান্স আমেরিকা কে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ গিফট করেছে আমেরিকার শতবছর পূর্তিতে! আপনার দেশকেও অর্ধ শত বছর পূর্তিতে “জাপান” গোল্ডেন কয়েন এবং আরো কিছু বন্ধুত্বের নিদর্শন স্বরূপ গিফট করেছিলো! স্টাচু অব লিবার্টি কি অর্থ বুঝায়, এই স্টাচু যত অভিবাসী ও ভিজিটর আসেন তাদের অভিবাদনের প্রতিক! এই স্টাচু 2.4 mm পুরু তামার পাত দিয়ে তৈরি যা air moisture এর অক্সিজেন স্পর্শে সবুজ রং ধারন করেছ! কারন air moisture এ fine particles of water থাকে তা H2O অর্থাৎ জল = ২ টা হাইড্রোজেন ১ টা অক্সিজেন! অক্সিজেন এবং তামার রিএ্যাকশনে (O + Cu) স্টাচু সবুজ রং

ধারন করেছে! এই মূর্তি টা, কাকে মডেল করে করা হয়েছে তাকি জানেন? সেই বিখ্যাত ফ্রান্স সুন্দরী “ইসাবেলা” কে মডেল করে এই স্টাচু তৈরি করা হয়েছিলো! খুব কাছে যেয়ে দেখলে ইসাবেলার অবয়ব আপনি বুঝতে পারবেন! উঁচু হাতে আছে একটা টর্চ লাইট! ইসাবেলা কে তা অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্য আমার এ শ্রম, যদি আপনি পড়েন? ইসাবেলার প্যারিসে জন্ম, আফ্রিকা + ইংরেজ মিলিত দম্পতির সন্তান! তিনি আপনার ঘরে যে সেলাই মেশিন আছে সেটা যদি সিঙ্গার নামের হয়, এই সিঙ্গার নামটা ইসাবেলার স্বামীর। ইসাবেলা দারুন বিউটিফুল কিউট কুইন ছিলেন, তিনি ৫০ বছর বয়সী “সিঙ্গার” কে ২০ বছর বয়সে বিয়ে করেন! বয়স্ক ব্যক্তি অল্প দিন দাম্পত্য জীবনের পর মারা যান এবং ইসাবেলা প্রচুর টাকাপয়সার মালিক হয়ে যান! তিনি বিশ্বের অনেক দেশ সফর করেন! তিনি একসময় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ

ব্যক্তিতে পরিনত হন! একসময়ে তিনি “ভাস্কর ফ্রেডেরিক” এর নজরে পড়েন তখন তিনি স্টাচু অব লিবার্টির জন্য মুখ খুজতে ছিলেন এবং মডেল হিসাবে “ইসাবেলা” কে পেয়ে যান! ইসাবেলা দ্বিতীয় ও তৃতীয় বার বিয়ে করেছিলেন! ১৯০৪ সালে মাত্র ৬২ বছর বয়সে প্যারিসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন! ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন। মানবতা মনুষ্যত্ব তাকওয়া পূর্ণ জীবন তৈরি করে ধর্ম করেন, মানুষের জন্য ধর্ম, মানুষ হওয়ার আগে ধর্মের লেবাসধারী হলে পণ্ডশ্রম! সৃষ্টি কর্তা ৭৭ লক্ষ জীব দিয়েছেন দুনিয়ায়, মানুষ ছাড়া,কারো পর ধর্ম পালন দায়িত্ব দেন নাই, ঐ কাতারে থেকে ধর্ম করায় কোন ফল আসবে না! ক্যাপশন ঃ স্টাচু অব লিবার্টি এবং ইসাবেলা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top