খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে ডিসিপ্লিন অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

462579979_1545466416209998_5787680585275486279_n.jpg

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে::::::: খুবির উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থাপত্য ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নবগঠিত প্রথম কার্য নির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ। সোমবার (০২ ডিসেম্বর) দুপুর ১.৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপাচার্য ও উপ-উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপাচার্য বলেন,খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃতী অ্যালামনাইদের ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনের প্রতিটি শিক্ষার্থী যেদিন পাশ করলেন, তার পরবর্তীতে প্রথম কোথায় সে কর্মজীবন শুরু করছে এবং বর্তমানে তার কর্মজীবন কোথায়-এটা নিয়ে ট্রেসার স্টাডি করতে চাই। যাতে খুলনা

 

বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থান সৃষ্টির ট্র্যাক রেকর্ড থাকে। এতে কোন কোন জায়গায় আমাদের ঘাটতি রয়েছে তা আমরা জানতে পারবো। এক্ষেত্রে তিনি স্থাপত্য ডিসিপ্লিনের অ্যালামনাইদের ডাটাবেজ তৈরিতে সহযোগিতার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থাপত্য ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাদের সদস্যদের সাথে কুশলা বিনিময় করেন। সৌজন্য সাক্ষাত কালে স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড.রুমানা আসাদ, সহযোগী অধ্যাপক ড. এ টি এম মাসুদ রেজা, সহযোগী অধ্যাপক মোঃ শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন, নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আলী হোসেন দেওয়ান ও সাধারণ সম্পাদক আমিন আহম্মেদ আরিফসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top