দিঘলিয়া প্রতিনিধিঃ দিঘলিয়া থানা পুলিশ কর্তৃক হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নির্দেশনায় এস আই তারেক আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে দিঘলিয়া থানার ২/৯/২০২৪ ও ১১/১০/২০২৪ তারিখের জিডি নং ৭৯ ও ৪৯১ এর
দুটো হারানো মোবাইল উদ্ধার করে স্ব স্ব মালিককে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরিত মোবাইল দ্বয়ের মালিক হলো দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের আঃ মালেক শেখের কন্যা ফিরোজা বেগম (৪৩) ও লাখোহাটি গ্রামের মোঃ আল আমিনের পুত্র মোঃ আশরাফ মিয়া। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, দিঘলিয়া থানা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।