উপ পরিচালকের সাথে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দর গুরুত্বপূর্ণ বৈঠক

InShot_20241202_213223705.jpg
স্টাফ রিপোর্টারঃ উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা  খুলনা অঞ্চলের সাথে  শিক্ষক কর্মচারী ঐক্য জোটের খুলনা  জেলার নেতৃবৃন্দের আজ এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।শিক্ষক  নেতৃবৃন্দ বিগত দিনে যে সকল শিক্ষক নির্যাতিত, চাকরি চ্যুতো এবং  অবঞ্চিত হয়েছেন তাদের একটি সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরেন। এ বিষয়ে নেতৃবৃন্দের সাথে উপ পরিচালক  মোঃ কামরুজ্জামান শতভাগ একমত পোষণ করেন।
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের খুলনা জেলার সভাপতি ও বাংলাদেশ  কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মনিরুল হক বাবুলের নতৃত্বে এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন শিক্ষক
কর্মচারী ঐক্য জোট  খুলনা জেলার সাধারণ সম্পাদক মাওলানা বায়েজিদ হোসাইন, বাকশিশ খুলনা জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অধ্যাপক মুন্সী শফিকুল আলম, বাশিস খুলনা জেলার সভাপতি প্রধান শিক্ষকমো:দাউদঅর রশীদ শাওন, প্রধান শিক্ষক মো:রবিউল ইসলাম,প্রধান শিক্ষক আ: রহিম  মো:মঈন,মাস্টার শহিদুল ইসলাম,মাস্টার নাসির উদ্দিন,  মাস্টার দেলোয়ার হোসেন  ভূইয়া,মাসটার মাসুম বিল্লহ মাসটার মো:সুমন, মো: মারুফ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top