বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

462575889_1251187379447012_1106778686210056328_n.jpg

শহিদুল ইসলাম/ খুলনা ডুমুরিয়ার বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে আঠারোমাইল মৎস্য ব্যবসায়ী ও আড়ৎ মালিক সমিতির আয়োজনে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ৩০ নভেম্বর বেলা ৪টায়। উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব সরদার আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হালদার শাহাদত হোসেন, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম, আঠারোমাইল মৎস্য আড়ৎ এর সভাপতি স ম রকোনুজ্জামান (মন্টু),সধারন সম্পাদক মোঃ শেখ আবু বক্কার সিদ্দিক। উপস্থিত ছিলেন,আঠারোমাইল বাজারের সাবেক সাধারণ সম্পাদক সরদার আব্দুল গফফার,বিএনপি নেতা আসাদুজ্জামান (নান্নু) ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান (আসাদ)

 

](আসাদ)মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আমানুল্লাহ (আমান) বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ আফজাল হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ সফিকুল ইসলাম সহ আরো অনেকে, উক্ত ফুটবল টুর্নামেন্ট এ সম্পুর্ন প্রধান রেফারিং এর দ্বায়ীত্ব পালন করেন, মোঃ শামিম হাসান,সহকারী হিসাবে দ্বায়ীত্বে ছিলো মোঃ মনিরুজ্জামান (মনি) ও গাজি বিল্লাল হোসেন। উক্ত ১ ঘন্টার ফুলবল টুর্নামেন্টের প্রথম অর্ধের খেলায় ৩০ মিনিটে গোল শুন্য ভাবে শেষ হয় দু দলের । দ্বিতীয় অধ্যায়ে খেলার ৫৭ মিনিটের মাথায় ১০ নম্বর জার্সি দ্বারী প্লেয়ার স্টাইকার আলামিনের দুরান্ত শর্ট এ করা কাংখিত গোল নামক সোনার হরিনের দেখা পায় মৎস্য ব্যবসায়ী ফুটবল একাদশ। খেলার ৫৯ মিনিটের মাথায় মৎস্য আড়ৎ একাদশের অন্যতম খেলোয়ার শামীম এর করা গোলে সমতা ফিরে পায় মৎস্য আড়ৎ একাদশ। পুর্ন খেলায় ১/১ গোল ব্যবধানে রেফারীর শেষ বাঁসি বাজে। এ সময় ফুটবল খেলা উপভোগ করার জন্য ফুটবল প্রেমীরা দুরদুরান্ত থেকে আগাত দর্শকে মাঠ ছিলো কানায় কানায় পুরিপুর্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top