বটিয়াঘাটা প্রতিনিধিঃ বেলা ১২ টায় বটিয়াঘাটা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নবাগত আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে ও আলামিন গোলদারের সঞ্চলনায় সভায় উপস্হিত ছিলেন,সাবেক সভাপতি কবির আহমেদ খান, প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধ কামরুল ইসলাম, ইমরান হোসেন সুমন,যুগ্ন আহবায়ক যথাক্রমে আঃরব,তরিকুল ইসলাম,মোঃসোহরাব হোসেন মুন্সী,নির্বাহী সদস্য যথাক্রমে, রতন সাহা,বিপ্রদাস রায়,অমলেন্দু বিশ্বাস,আসাদুজ্জামান উজ্জ্বল ,বাকির হোসেন,মোহাব্বত আলী খান,সাধারণ সদস্য,ইমরান হোসেন,
সাহাবুদ্দিন দোলোন,রেজাউল করিম,রুবেল গোলদার,শাওন বিশ্বাস। নতুন সদস্য আলমগীর হোসেন,মনিরল ইসলাম,অরুপ জোয়াদ্দার,আলমগীর হেসেন,শেখ রাসেল হোসেন,মিজানুর রহমান,সাহরিয়ার হোসেন,নূরুল আলম,বিপ্লব শেখ,প্রমুখ। উল্লেখ্য, নতুন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে তাদের প্রাথমিক ভাবে অস্থায়ী ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।এ ছাড়া।সভায় প্রেসক্লাবের শোভা বর্ধনের জন্য বিভিন্ন সরঞ্জামাদী ক্রয়,বাৎসরিক বনভোজন সহ বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গৃহিত হয়।