ছাতকে’র আলমপুর গ্রামের মাওলানা সেলিম আহমদের দাফন সম্পন্ন

462554163_887367170268815_2319853544336213403_n.jpg

ছাতক প্রতিনিধিঃ ছাতকের ইসলামপুর ইউনিয়নের আলমপুর গ্রামের শিক্ষানুরাগী মাওলানা মোহাম্মদ সেলিম আহমেদে দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার ২৯ নবেম্বর রাত ৮:৩০ ঘটিকার সময় মরহুমের নামাজে জানাজা আলমপুর গ্রামের পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। আজ শুক্রবার সকাল ১২ ঘটিকার সময় নগরীর সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মাওলানা সেলিম আহমেদ, আলমপুর গ্রামের মোঃ আতিকুর রহমানের পাঁচ নাম্বার পুত্র। গত বৃহস্পতিবার হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৪৬ বছর। মৃত্যুকালে অনার সহধর্মিণীও দুইটি ছেলে সন্তান রেখে মারা যান। মাওলানা সেলিম আহমেদ সাহেব এর জানাযায় উপস্থিত ছিলেন সিলেটের জনপ্রিয় আলেম হযরত মাওলানা মর্তুজ আলী আমানত পুরী,বাংলাদেশ আঞ্জুমানে আলইসলাহ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, কালারুখা দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা মাহবুবুর রহমান তাজুল, জেলা আল ইসলাহের সাবেক সাধারণ সম্পাদক ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার আরবি প্রভাষক হযরত মাওলানা আলী আসগর খান, সাবেক জেলা আল ইসলাহের সমাজ কল্যাণ সম্পাদক নরসিংপুর আদর্শ দাখিল

মাদ্রাসার সুপার হযরত মাওলানা সাদিকুর রহমান, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা কাজী আঃসামাদ,লতিফিয়া ক্বারি সোসাইটি দোয়ারাবাজার পূর্ব উপজেলার সভাপতি হযরত মাওলানা কাজী কওছর উদ্দিন, দোয়ারাবাজার পূর্ব উপজেলা আল ইসলাহ এর সভাপতি হযরত মাওলানা মর্তুজ আলী, দোয়ারাবাজার পূর্ব উপজেলা আল ইসলাহের সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা দশঘর এর সহকারী সুপার হযরত মাওলানা আবুল লেইছ ফারুকী, ইসলাম পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হেকিম, ছাতক উত্তর উপজেলা আল ইসলাহের সাধারণ সম্পাদক হযরত মাওলানা কবির আহমদ লতিফী,শাহ সুফি মোজাম্মিল আলী দাখিল মাদ্রাসা র সুপার, দোয়ারাবাজার পূর্ব উপজেলা আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম আকদ্দুছ, লতিফিয়া ইসলামি পাঠাগারের সভাপতি নরসিংপুর ইউনিয়ন পরিষদ সদস্য হাঃফয়াজ উদ্দিন, তালামীযের জেলা সভাপতি আব্দুল কাইয়ুম সিদ্দিকী, দোয়ারাবাজার পূর্ব উপজেলা

আল ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক সৈয়দপুর সৈয়দিয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা আশিকুর রহমান, সোনালি চেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার রফিকুল ইসলাম,রহমতপুর বাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা জালাল উদ্দীন, নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা আখতার হোসেন, ইসলাম বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা কবি জহির মুহাম্মদ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সুপার, শিক্ষক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আগত সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের মুসলিম জনতা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সর্বশেষ মহান আল্লাহ তালা যেন অনার পরিবারের ধৈর্য ধারন করার তৌফিক দান করেন আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top