শফিয়ার রহমান খুলনা পাইকগাছা :::: পাইকগাছা কপিলমুনি মোটরসাইকেল চালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন মোটরসাইকেল চালক সমিতি আগামী ০৩/১২/২০২৪ সাল নির্বাচন-২০২৪। এ দিকে প্রচার -প্রচারনার শেষ মুহূর্তে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে চালাচ্ছেন ব্যাপক গনসংযোগ। সভাপতি প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান (বাবলু )ছাতা মার্কা পথিক নিয়ে পাইকগাছা কপিলমুনি মোটরসাইকেল চালক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন মোটরসাইকেল চালক সমিতি ১৩৩ জন সদস্য হৃদয়ে পৌছাইয়া গেছেন বিগত দিনে তিন তিনবার সভাপতি পদে নির্বাচনে বিজয় লাভ করে আছেন পোঁছে যাচ্ছেন ভোটারদের কাছে। বিজয়ী হতে চাইছেন ভোট দিচ্ছেন সমিতির উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে টার্মিনাল ও গ্রাম-গঞ্জের হাট-বাজার, অলিগলি ও পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। এরই ধারাবাহিকতায় পাইকগাছা উপজেলা পাইকগাছা কপিলমুনি মোটরসাইকেল সমিতির নির্বাচনে। ছাতা প্রতিকের সভাপতি প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান (বাবলু ) শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা চোখে পড়ার মতো। প্রচার -প্রচারনার অধিকাংশ শ্রমিক ও সদস্যদের মুখে বিভিন্ন এলাকায় তার কর্মি সমর্থকদের নিয়ে ব্যাপক সারা জেগেছে ছাতা
মার্কা পথিক নিয়েই পাইকগাছা কপিল মুনি তালা আঠারো মাইল চুকনগর তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে, সাধারণ ভোটারদের সাথে আলাপকালে অনেকেই জানান, এ নির্বাচনে ছাতা মার্কার প্রতিকের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান বাবলু ভাই এগিয়ে আছেন। বাবলু রহমান আরো বলেন, আমি তিন তিন সভাপতি ছিলাম পাইকগাছা কপিলমুনি মোটরসাইকেল সমিতির সকল শ্রমিক ভাইদের কে সঙ্গে নিয়ে চলেছি এখনো চলবো সমিতির উন্নয়নের লক্ষ্মী কাজ করে যাব।আপনাদের পবিত্র ভোটে আমি বিজয়ী হলে সমিতির আরো উন্নয়ন করার জন্য জীবন বাজি রেখে সকল শ্রমিকের সুখে দুঃখে পাশে আছি থাকবো ।