তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আজ সোমবার রবি/(২০২৪-২৫) বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল্লাহ। একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার
প্রিয়াংকর কুন্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দে বসাক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ মনিরুজ্জামান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষক প্রতিনিধি মোঃ সাবু মোল্যা। উপজেলার ৬ ইউনিয়নে ৫ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার।